বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ০৭টি পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.brta.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: যুগান্তর, ১৬ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ০৭টি পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পদের বিবরণ চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বয়স: ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা www.brta.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: যুগান্তর, ১৬ সেপ্টেম্বর ২০২২
Bangladesh Road Transport Authority (BRTA) will appoint 64 people for 07 posts. Interested candidates can apply till November 15. Name of Organization: Bangladesh Road Transport Authority (BRTA) Job Description Type of Job: Temporary Candidate Type: Male or Female Job Location: Any Position Age: 18-30 years as on 01 September 2022. 32 years in special cases. Application Rules: Interested can apply through www.brta.teletalk.com.bd. 300-300 size photograph and 300-80 size signature should be scanned and attached with the application. Application Fee: Tk 112 for post No. 1-6, Tk 56 for post No. 7 through teletalk within 72 hours. Application Deadline: 15th November 2022 till 05:00 PM. Source: Yugantar, 16 September 2022