স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ, সিজিপিএ ২.৫০ থাকলেই আবেদন

স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : হেড অব আইসিসিডি। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। সিজিপিএ ন্যূনতম থাকতে হবে ২.৫০।
প্রার্থীর প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে সিএ/ সিএসএএ/এসিসিএ/সিএমএ/সিআইএসএ/সিএফএ কোর্স সম্পন্ন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজে আগ্রহ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে।
ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে আইসিসিডি প্রধান হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ আগস্ট, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Standard Bank Limited is a leading third generation private commercial bank which has a work environment that promotes diversity, embraces change and provides leadership opportunities to every team member. We are on a fast track within the banking industry and are seeking highly skilled professionals to take us even further.