স্কয়ারে চাকরির সুযোগ, বয়সসীমা ৪০ বছর

সিনিয়র টেক্সটাইল ডিভিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতক ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে সিএ/ বা সিএমএ কোর্স সম্পন্ন করতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে
জানাশোনা থাকতে হবে।
এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার বাইরে কাজ করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
Square Textiles Division Business : Yarn, Knit & Woven Fabrics & RMG
In 1997, entered the textile sector with its manufacturing facilities of cotton yarn. Combining modern technology with skilled manpower under ‘s unique inspiring,atmosphere, this new venture soon rose to the top of the local textile industry