সারাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– ইউজিসি অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
– ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ সিজিপিএ। বিভাগ পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
– S.S.C এবং H.S.C উভয় পরীক্ষাতেই GPA ৫.০০ থাকতে হবে।
– ইংরেজি মাধ্যমের ছাত্রদের ক্ষেত্রে O লেভেলে ন্যূনতম 5A এবং A লেভেলে 2A থাকতে হবে।
– শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা:
– প্রার্থীদের আবেদন করার জন্য কোন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়সসীমা (৩০ জুন, ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
বেতন ও সুযোগ সুবিধা:
– বেতন ও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে। সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতার ব্যবস্থা রয়েছে।
– চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ১ বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকবেন৷ সন্তোষজনক ‘চাকরীর’ প্রশিক্ষণ সমাপ্ত করার পরে ব্যাংকের নিয়মিত স্কেলের অধীনে “সিনিয়র অফিসার” হিসাবে নিশ্চিত করা হবে৷
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় লিংক:
– মূল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৫ জানুয়ারি, ২০২৩।
সোর্স: ট্রাস্ট ব্যাংক লিমিটেড।