সপ্তাহের সেরা চাকরি: ২৬ আগস্ট ২০২২

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।
তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—
সরকারি চাকরি
. পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ জনের চাকরি
. পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিক চাকরি
. জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ জনের চাকরি
. অষ্টম শ্রেণি পাসে খুলনা শিপইয়ার্ডে ১০ জনের চাকরি
. আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার
. একাধিক পদে চাকরি দেবে বিএমডিএফ
. ৮ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
. ডাক বিভাগে একাধিক চাকরির সুযোগ
. ৪ জনকে চাকরি দেবে ডাক বিভাগ
ব্যাংকে চাকরি
. এনসিসি ব্যাংকে এমটিও পদে চাকরি
. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ
. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
. অফিসার পদে চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
. অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স
. আইডিএলসি ফাইন্যান্সে একাধিক চাকরি