সপ্তাহের সেরা চাকরি: ২৩ সেপ্টেম্বর ২০২২

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।
তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—
সরকারি চাকরি
. ৬ পদে জনবল নেবে বিআইডব্লিউটিএ
. ৬৪ জনকে চাকরি দেবে বিআরটিএ
. অফিসার ক্যাডেট পদে বিমান বাহিনীতে চাকরি
. ৪৩ জনকে নিয়োগ দেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ
. এইচএসসি পাসে ১০০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ
. ২০ জনকে চাকরি দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়
. ৪০ জনকে নিয়োগ দেবে বারটান
. রুরাল পাওয়ার কোম্পানিতে ৩৭ জনের চাকরির সুযোগ
. পল্লী বিদ্যুৎ সমিতিতে ৮ জনের চাকরি
. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ জনের চাকরি
. জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক চাকরির সুযোগ
. পুলিশ সুপারের কার্যালয়ে একাধিক চাকরি
. ৬৮ পদে ১৮০ জনকে নিয়োগ দেবে বাংলা একাডেমি
. ১০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক
. ১৫ জনকে চাকরি দেবে বিসিসি
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি
. অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে আইএফআইসি ব্যাংক
. ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ
. ব্র্যাক ব্যাংকে এসআরএম পদে চাকরির সুযোগ
. অফিসার নিচ্ছে কমিউনিটি ব্যাংক
. ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক ব্যাংক
. এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ
. ঢাকায় চাকরির সুযোগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
. ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে এনআরবি ব্যাংক