রেলের সহকারী স্টেশনমাস্টারের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩৫

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩৫ জন।
রেলওয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এই লিংকে ফল দেখতে পারবেন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে রেলওয়ের ওয়েবসাইট, টেলিটকের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থী আবেদন ফরমে ভুল তথ্য দিলে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ৬ আগস্ট রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়।
https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/1838364b_86fa_4aac_a05e_1f129283412d/Scanned-image05-09-2022-230650.pdf