নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বাজের প্রণয়ন, ম্যানেজমেন্ট রিসোর্সেস, মনিটরিং সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল, রিপোর্টিং, যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কর্মস্থল কুড়িগ্রাম। বেতন ৩৮,০০০/-টাকা। আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা বিডিজবস (লিংক) অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০২২। সূত্র : বিডিজবস