ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, বেতন ৪৫ হাজার

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক লিমিটেড। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আগামী ১২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– মধুমতি ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ম্যানেজমেন্ট ট্রেইনি (MANAGEMENT TRAINEE)
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
আবেদনের যোগ্যতা:
– স্বীকৃত যেকোন পাবলিক/ প্রাইভেট/ ফরেন ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে এমবিএম/ এমবিএ/ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
– শিক্ষা জীবনের নূন্যতম (০৩) তিনটি পর্যায়ে প্রথম শ্রেণী/ বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
– SSC এবং HSC-তে জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
– O-লেভেলে ন্যূনতম “5 B” এবং A-লেভেলে “2 B” (ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের ক্ষেত্রে)।
– স্নাতক এবং স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
– শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
– শুধুমাত্র প্রকাশিত ফলাফল গ্রহণযোগ্য হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা (১২ জানুয়ারি ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
অন্যান্য শর্তাবলী:
– যোগাযোগে দক্ষ হতে হবে।
– কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন ও ভাতাঃ
– প্রশিক্ষণের সময়কাল ২ (দুই) বছর, মাসিক বেতন ৪৫,০০০ টাকা।
– প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন হওয়ার পরে, ম্যানেজমেন্ট ট্রেইনি থেকে নিয়মিত বেতন স্কেলের অধীনে এক্সিকিউটিভ অফিসার হিসাবে মাসিক মোট বেতন ৬২,০০০ টাকা এবং ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
– সর্বনিম্ন ৩ (তিন) বছরের জন্য ব্যাংকের সেবা দেওয়ার জন্য ইনডেমনিটি বন্ডে স্বাক্ষর করতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১২ জানুয়ারি ২০২৩।
মধুমতি ব্যাংক লিমিটেড: • Modhumoti Bank Limited, Head Office Khandker Tower, (Level-7 & 8), 94, Gulshan Avenue, Gulshan-1, Dhaka-1212 • Phone : +8802 55068910, • Swift Code: MODHBDDH • E-mail : info@modhumotibankltd.com |
সোর্সঃ মধুমতি ব্যাংক লিমিটেড।