ঢাকায় একাধিক পদে অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানার বাণিজ্যিক ব্যাংক।






ট্রাস্ট ব্যাংক একাধিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে উক্ত পদসমূহে আগামী ৩১ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।






ব্যাংকের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড






১. Assistant Officer (Contractual) – Engineering & Real Estate Department (E&RED), GSSD
২. Branch Manager, Dhaka City (VP – EVP)
৩. System Administrator (PO- FAVP)- Re-advertisement
৪. IT Auditor (IC&C)- Re-advertisement
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷






শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
– ব্যবসায় বিভাগ থেকে ডিগ্রী ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।






অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২–১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷
কর্মক্ষেত্র:
– অফিসে।






অন্যান্য শর্তাবলী:
– শক্তিশালী বিশ্লেষণযোগ্য দক্ষতা থাকতে হবে।
– গ্রাহক সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।
– স্মার্ট, টিম প্লেয়ার, চটপটে মানসিকতা এবং করণীয় মনোভাবের সাথে যুক্ত হতে হবে।
– বাংলা এবং ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– চাপের মধ্যে কাজ করার এবং সময়সীমা পূরণের ক্ষমতা থাকতে হবে।






কর্মস্থল:
– ঢাকা।
বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।






আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন






আবেদনের শেষ তারিখ:
– ৩১ জুলাই, ২০২২।
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড।