গণগ্রন্থাগার অধিদপ্তরের দুই পদের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২,৮৯৩

গণগ্রন্থাগার অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ১৩তম ও ১৬তম গ্রেডভুক্ত এই দুই পদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
দুই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮৯৩ জন। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে প্রার্থী ৫ হাজার ৯৩৬ জন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার্থী ৬ হাজার ৯৫৭ জন।
পরীক্ষার্থীদের মুঠোফোনে ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য খুদে বার্তা পাঠানো হয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।