কর্নেল মালেক মেডিকেল কলেজে একাধিক পদে চাকরি, আবেদন ফি ১০০

- ৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- ৪. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

- ৫. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- ৬. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ৮০ শব্দের গতিসহ কম্পিউটারে বাংলা ২০ ও ইরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- ৭. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনপক্ষে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএ; কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
বয়স: ১৮-৩০ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- ৮. পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএ; কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
বয়স: ১৮-৩০ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

- ৯. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস।
বয়স: ১৮-৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে বাংলা ২০ ও ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
বয়স: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
২০২২ সালের ১৫ জুন প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
