প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী। মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ডায়নামিক টিমে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– প্রাণ-আরএফএল গ্রুপ
পদের নাম:
– ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
পদের সংখ্যা:
– নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা:
– যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, এইচআরএম, অ্যাকাউন্টিং, মার্কেটিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্যাটিস্টিক, ইংলিশ, ইকোনমিকস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা:
– সবোর্চ্চ ৩০ বছর।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী
কর্মক্ষেত্র:
– অফিসে
অন্যান্য শর্তাবলী:
– চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
– নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।
– যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল ডিগ্রি থাকতে হবে।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
বেতন ও সুযোগ সুবিধা:
– ২৫,০০০-৩০,০০০/-
– মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস
– দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব বোনাস: ২
– এছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
অনলাইনে আবেদন
আবেদনের শেষ তারিখ:
– ১৭ ফেব্রুয়ারি, ২০২৩।
সোর্স: প্রাণ-আরএফএল গ্রুপ।